নিউজ এন্ড ইভেন্টস
১৮ এপ্রিল ২০১৬ তারিখে বিএএফ শাহীন কলেজ ঢাকায় অনুষ্ঠিত হয় 1st Mentos Inter-Shaheen Aero Genius Aircraft Display-2016। বিএএফ শাহীন কলেজ ঢাকার ব্যবস্থাপনার এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন Mentos। অংশগ্রহণকারী দলসমূহ হচ্ছে ১। বিএএফ শাহীন কলেজ ঢাকা ২। বিএএফ শাহীন কলেজ যশোর ৩। বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা ৪। বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম ৫। বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল ৬। বিএএফ শাহীন কলেজ পাহাড় কাঞ্চনপুর ৭। বিএএফ শাহীন কলেজ শমশেরনগর। প্রদর্শনীতে মোট ৮৫টি এয়ারক্রাপ্টের মডেল স্থান পায়। ৩টি ক্যাটাগরির মধ্যে নিম্নমাধ্যমিক শাখায় কুর্মিটোলা শাহীন এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শাখায় ঢাকা শাহীন ১ম স্থান অর্জন করে। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন মাননীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি। দিনব্যাপী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ আবুল বাশার, ওএসপি, এনডিসি, পিএসসি।
>