KG Admission-2018: List of the final selected candidates & Admission notice (13/12/17) Routine of Re-Test Exam of Class XII (10/12/17)

বিএনসিসি

দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত সামরিক বাহিনীর সহযোগী দ্বিতীয় সারির প্রতিরক্ষা বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৯ সালে নতুন রূপে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি দেশের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, জাতীয় ও আর্ন্তজাতিক অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে পুলিশ বাহিনীকে সহায়তা করা প্রভৃতি কাজে এই কোরের যথেষ্ট সুখ্যাতি রয়েছে। এই কোরের সকল ক্যাডেটরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে বিনা খরচে সামরিক বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ লাভ করতে পারে। শ্রেষ্ঠ ক্যাডেটরা দেশের বিভিন্ন স্থানে, এমনকি রাষ্ট্রীয়ভাবে বিশ্বের বিভিন্ন দেশে সফর করে থাকে। দক্ষ ও যোগ্য ক্যাডেটদের মধ্য থেকে বিশেষ বাছাইয়ের মাধ্যমে সামরিক বাহিনীতে অফিসার হিসেবে ভর্তির সুযোগ রয়েছে। বিএএফ শাহীন কলেজে ঢাকার একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিএনসিসির এয়ার ইউনিট ক্যাডেট হিসেবে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। ১৯৮০ সালে ৩০ জন ক্যাডেটের সমন্বয়ে বিএনসিসির একটি এয়ার ফ্লাইট গঠন করা হয়। বর্তমানে শাহীনের ১৫০ জন ছাত্র-ছাত্রী এই ফ্লাইটের ক্যাডেট হিসেবে দায়িত্ব পালন করছে। এই ফ্লাইটের কর্মকর্তা হলেন রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক সাহিদা আক্তার, পিইউও। এই ইউনিটের সকল কর্মকাণ্ড বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের বিমান শাখার আওতাধীন ১ নং স্কোয়াড্রনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই স্কোয়াড্রনটির অফিস বিএএফ শাহীন কলেজ ঢাকা ক্যাম্পাসে অবস্থিত যার অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১৪টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে ১ নং স্কোয়াড্রনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন স্কোয়াড্রন লীডার সাব্বির আহমেদ, জিডিপি।

SL Sabbir AHmed PUO Shahida Akter
স্কোয়াড্রন লীডার সাব্বির আহমেদ, জিডিপি সহকারী অধ্যাপক সাহিদা আক্তার, পিইউও