আবেদনের প্রক্রিয়া

 

১. আবেদনকারীকে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কার্যাবলি এই ওয়েবসাইট (https://BAFSDJOBS.OSL.AC) এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।  এই সাইটে আবেদনকারী সকল প্রকার নির্দেশিকা, লিংক এবং নোটিশ দেখতে পাবে।
২. ওয়েবসাইট এ প্রবেশের আগে নিম্নে বর্ণিত জিনিসগুলো সাথে রাখতে হবে।
    i.স্ক্যান করা অথবা ডিজিটাল ক্যামেরায় তোলা 300 x 300 pixel মাপের নিজের একটি রঙ্গিন ছবি (jpg), ফাইলের সাইজ 100 KB এর বেশি হবে না।
    ii.300 x 80 pixel মাপের স্ক্যান করা নিজের একটি স্বাক্ষর (jpg) (কাগজে কালো কালি দিয়ে গাঢ় করে স্বাক্ষর করে স্ক্যান করতে হবে), ফাইলের সাইজ 80 KB এর বেশি হবে না। 
    iii.অনলাইনে আবেদনের জন্য bKash অথবা DBBL এ নির্ধারিত ফী পেমেন্ট করতে হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর পরীক্ষার্থীর মোবাইল নম্বরে অথবা যে মোবাইল হতে টাকা পাঠানো হয়েছে, সেটিতে তাৎক্ষনিক একটি SMS আসবে, যার মধ্যে Transaction ID উল্লেখ থাকবে। এই Transaction ID টি সংরক্ষণ করতে হবে।
    iv.ফরম পূরণের সময় এই Transaction ID টি ইনপুট দিতে হবে। (প্রতিটি পদ এর জন্য আলাদা ভাবে নির্ধারিত ফী পেমেন্ট করে Transaction ID সংগ্রহ করতে হবে)

৩. প্রার্থীদের আবেদন করার জন্য ওয়েবসাইটের ‘লগইন / রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে এবং 'পরবর্তী ধাপ' বাটনে ক্লিক করতে হবে।
৪. প্রথমবার প্রার্থীর কাছে বিস্তারিত তথ্য সংগ্রহের ফরম আসবে।  এই ফরমে নির্ধারিত বক্সে সকল তথ্য প্রদান করতে হবে। 
৫. ছবি এবং অন্যান্য তথ্য দেয়া সম্পন্ন হলে ফরমের শেষে Declaration অপশনে ক্লিক করে Save and Continue করতে হবে।
৬. কিছুক্ষণ সময় নিয়ে ছবি ও স্বাক্ষর আপলোড হবে এবং প্রার্থীর মোবাইল নম্বরে একটি SMS এ পিন নম্বর চলে যাবে।  SMS এর পিন নম্বর টি নির্দিষ্ট বক্স এ ইনপুট দিয়ে নেক্সট করতে হবে। 
৭. প্রার্থীর আগে রেজিস্ট্রেশন করা থাকলে প্রার্থীর কাছে পিন নম্বর চাইবে।  তখন পিন নম্বর দিয়ে 'লগইন' বাটনে ক্লিক করতে হবে। 
৮. এরপর Dashboard দেখা যাবে। 
৯. Dashboard এর শুরুতে পদ সমূহের তালিকা দেখা যাবে।
     i. প্রতিটি পদ এর পাশে Apply বাটন থাকবে (প্রতিটি পদে আলাদা ভাবে Apply করতে হবে), Apply বাটনে ক্লিক করলে ঐ পদের আবেদনের নির্ধারিত ফী প্রদর্শন করবে।
     ii.  এর পর পেমেন্ট বাটন এ ক্লিক করতে হবে। 
     iii. প্রার্থী যে মাধ্যমে পেমেন্ট করেছে তা সিলেক্ট করতে হবে (bKash অথবা DBBL Rocket)

     iv. পূর্বে পেমেন্ট করা Transaction ID ইনপুট দিতে হবে।

     v.  ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

১০. সঠিক ভাবে ফরমটি সাবমিট হলে প্রার্থীকে কনফার্মেশন মেসেজ দেখানো হবে। 
১১. আসন বিন্যাস হওয়ার পর প্রার্থীদের SMS এর মাধ্যমে ও ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার তারিখ জানিয়ে দেওয়া হবে।
১২. প্রবেশপত্র ডাউনলোড করার পদ্ধতিঃ 
      i.  প্রার্থীদের আবেদন করার জন্য ওয়েবসাইটের ‘লগইন / রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে এবং 'পরবর্তী ধাপ' বাটনে ক্লিক করতে হবে।
      ii. প্রার্থীর কাছে পিন নম্বর চাইবে।  তখন পিন নম্বর দিয়ে 'লগইন' বাটনে ক্লিক করতে হবে। 
      iii. প্রতিটি পদ এর পাশে Download বাটন থাকবে।  এই বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
১৩. ডাউনলোড করা প্রবেশপত্রটি ১ কপি প্রিন্ট করতে হবে এবং পরীক্ষার হলে নিয়ে আসতে হবে।

 

bKash এর মাধ্যমে Payment করার নিয়মঃ 
১. *247# ডায়াল করে বিকাশ মোবাইল মেনুতে যান। 
২. “Payment” সিলেক্ট করুন।  
৩. মার্চেন্ট বিকাশ একাউন্ট নম্বর 01841 336 333 দিন ।
৪. নির্ধারিত ফি টাইপ করুন।
৫. Reference হিসাবে প্রার্থীর Mobile Number / NID / Smart ID টাইপ করুন।
৬. কাউন্টার নম্বর 1 দিন। 
৭. bKash PIN ****** ইনপুট দিয়ে Payment সম্পন্ন করুন। 
৮. Payment সম্পন্ন হওয়ার পর যে মোবাইল হতে টাকা পাঠানো হয়েছে, সেটিতে তাৎক্ষণিক একটি SMS আসবে, যার মধ্যে Transaction ID উল্লেখ থাকবে। এই Transaction ID টি সংরক্ষণ করতে হবে; কেননা ফরম পূরণের সময় এই Transaction ID টি ইনপুট দিতে হবে। 

 

bKash App এর মাধ্যমে Payment করার নিয়ম জানতে ক্লিক করুন


DBBL Rocket এর মাধ্যমে Payment করার নিয়মঃ
১. ডায়াল *322# 
২. “1 ডায়াল করে Bill Pay” অপশন সিলেক্ট করতে হবে। 
৩. নিজের একাউন্ট থেকে Payment করতে চাইলে “1 ডায়াল করে Self” অপশন সিলেক্ট করতে হবে এবং অন্যের একাউন্ট থেকে Payment দিতে চাইলে “2 ডায়াল করে Other”  অপশন সিলেক্ট করে Enter Payer Mobile No. এর স্থলে আবেদনকারীর মোবাইল নাম্বার দিতে হবে। 
৪. BAFSD এর বিল প্রদান করতে “0” ডায়াল করুন। 
৫. Enter Biller ID. এর স্থলে ‘2524’ টাইপ করতে হবে। (OnnoRokom Software Ltd. এর নাম দেখাবে)
৬. Enter Biller Number হিসাবে প্রার্থীর Mobile Number / NID / Smart ID টি প্রদান করতে হবে।
৭. Enter Amount এ নির্ধারিত ফি টাইপ করুন।
৮. Enter PIN এর স্থলে Customer এর ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং Account এর PIN নম্বর দিতে হবে। 
৯. রকেট কর্তৃক Payment Confirmation SMS আসবে। এই SMS থেকে Transaction ID(TxnID) সংরক্ষণ করতে হবে। 

 

লক্ষণীয় বিষয়ঃ 
১. আবেদনকারীকে ডাউনলোডকৃত প্রবেশ পত্র ১ কপি প্রিন্ট করে পরীক্ষার হলে আনতে হবে।  অন্যথায় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।  
২. দিনের বা রাতের যে কোন সময় এমনকি বন্ধের দিনও আবেদন করা যাবে।
৩. একবার অনলাইন থেকে আবেদন করা হলে তা প্রত্যাহার করা যাবে না। 
৪. অনলাইন এর মাধ্যমে কোন ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করা হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।  
৫. আবেদন করার পর ছবি ও স্বাক্ষর পরিবর্তন করা যাবে না।
৬. পরীক্ষার কেন্দ্র ওয়েবসাইটে Login করে দেখা যাবে।