গার্ল গাইড

আর্ত মানবতার কল্যাণ, সামাজিক কর্মকাণ্ড ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে সেচ্ছাসেবকের কাজ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে গঠিত হয় গার্ল গাইড। ১৯৮২ সালে ৮ আগস্ট বিএএফ শাহীন কলেজ ঢাকায় প্রতিষ্ঠিত হয় গার্ল গাইডের একটি ইউনিট। ১৯৮৪ সালে প্রথম সার্ক শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কলেজের গার্লস গাইড ইউনিট। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩২। এই কলেজের গার্ল গাইডের দায়িত্ব পালন করে আসছেন সহকারী অধ্যাপিকা শাহিদা আক্তার ।